বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

শীতবস্ত্র বিতরণ সহ নানান কর্মসূচির মাধ্যমে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জবি ছাত্রলীগের

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ৬৬ জন দেখেছেন

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি

 

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।

 

(বুধবার) ৪ জানুয়ারি, ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে এ আয়োজন করেন তারা।

 

প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে গতকাল রাত থেকেই ক্যাম্পাসে নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুনে সজ্জিত করেন ক্যাম্পাসের ভিতরে এবং বাহিরে। এছাড়াও ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের লগো, পতাকা সংবলিত নানা রংবেরঙের আলপনায় সজ্জিত করেন ক্যাম্পাস।

 

এদিকে বুধবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেনের নেতৃত্বে সকল নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষন করেন।

মিছিল শেষে শান্ত চত্বরের পাদদশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে সাথে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুপুর তিনটায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন শেষ হয়।

 

সার্বিক বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, বাঙালি জাতির মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনা মোতাবেক জগন্নাথ ছাত্রলীগে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবসময় কাজ করব।

 

শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালের ৪ জানুয়ারী দেশ ও জাতির প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। জন্মলগ্ন থেকেই সংশয়ে, সংকটে এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। বাংলাদেশ ছাত্রলীগের নিদর্শনা অনুযায়ী নানান আয়োজনের মাধ্যমে আমরা দিনটি উদযাপন করেছি। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যেমে আমরা আমাদের কর্মসূচি শুরু করি এবং পরবর্তীতে কেক কাটা, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সহ আরো নানান রকম কর্মসূচি পালন করি। এই দিনে আমাদের শপত হলো জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে মাঠে থেকে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com