শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:০৮ অপরাহ্ন

শহরে গ্রামে নেতার অভাব নাই কিন্ত নেতৃত্বের অভাব

বেল্লাল হোসেন বাবু, নাটোর:
  • আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৬ জন দেখেছেন

বেল্লাল হোসেন বাবু, নাটোর:

 

প্রতিটি শহরে শহরে গ্রামে/মহল্লায় নেতা আছে কিন্তু নেতার অনুসারী নেই। নেতা তার মনুষ্যত্ব, লজ্জা শরম এবং বিশ্বস্ততা হারিয়েছে। নেতা বলছেন কি করতে হবে কিন্তু কে কার কথা শোনে। জনগণ বুঝে গেছে নেতার নেতৃত্বের সুযোগ করে দিলে সে করবে পরিবর্তন নিজের এবং পরিবারের।

জনগণ তো এখন আগের মত আর বোকা নয়, যখন যার যা খুশি বলবে আর তারা ঝাঁপিয়ে পড়বে। কই স্বাধীন দেশের প্রতি যদি সত্যিই এত দয়ামায়া থাকতো, তাহলে দেশের জন্য যে ভাইয়েরা বুকের তাজা রক্ত দেশের মাটিতে ঢেলে দিয়ে শহিদ হয়েছে, সেই শহিদ ভাইদের মত করে কেন আমরা ঝাঁপিয়ে পড়ছিনা? কারণ আমরা জনগণ বার বার শুধু জর্জরিত, শোষিত, নিপীড়িত এবং নির্যাতিত। আমাদের ভালোবাসা ঘৃণায় পরিণত হয়েছে। হতাশায় নিমজ্জিত আমাদের সমস্ত শরীর।

মন বলে শোষণ, শাসন আর নিপীড়নের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে সোচ্চার হই আর ঝাঁপিয়ে পড়ি কিন্তু না তা করব না কারণ আমরা শান্তি প্রিয় শান্ত জনগণ।

আমরা এখন ভিতু হয়ে গেছি, প্রতিবাদ করতে ভুলে গেছি আর অপমান সইতে শিখেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com