মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:১৪ অপরাহ্ন

লালপুরে মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ড তিন ঘন্টায় নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের

মোস্তফা প্রামানিক স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১১৫ জন দেখেছেন

 

নাটোরের লালপুর উপজেলার বড়বড়িয়া বাজারের পাশে কর্ণফুলী নামে একটি মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৬ নভেম্বর) দুপুর ২ টা ১৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিকাল ৪ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
দয়রামপুর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মুনজুরুল আলম বলেন, কর্ণফুলী নামে একটি মশার ফ্যাক্টরিতে আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, কয়েলের জ্বালানীতে হিসেবে লাকড়ী ব্যবহার করা হয়। এসব জালানী অতিরিক্ত মাত্রায় হিট হয়ে প্রস্তুত কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এছাড়া এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫-৬ লাখ টাকা মতো হয়েছে। স্থানীয় এলাকার সুত্রে জানা যায় যে আনিসুর রহমান বাচ্চু এই ফ্যাক্টরির মালিক উনি এই ফ্যাক্টরি উপরে জীবন ধারণ করতেন উনি এখন প্রায় নিঃস্ব বলে ধারণা করেছেন এলাকাবাসী।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com