শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন

র‌্যাব-৫ ভুয়া এনজিও এর চেয়ারম্যান ও ম্যানেজারসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী এলাকা হতে প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী ভুয়া এনজিও, দ্বীপগঞ্জ বৌদ্ধ বিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (উইঝঈ) এর বিভিন্ন নথিপত্রসহ প্রতারক চক্রের সদস্য উপজেলার বলরামপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মো. এমরান হোসেন খান রতন (৪৮), হলুদবিহার গ্রামের মো. আফছার আলীর ছেলে আবু সাঈদ নাজমুল (৪৪) ও মৃত হাছির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দলের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার (৭ মার্চ) অভিযানটি পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়, সাম্প্রতিক সময়ে গ্রামীণ উপকণ্ঠে বিপুল সংখ্যক জাল ও অননুমোদিত এনজিও গড়ে উঠেছে। মাঠকর্মীরা স্থানীয় জনগণকে তাদের অর্থ বিনিয়োগ বা এনজিও থেকে ঋণ নিতে উসকানি দেয়। কিন্তু সময়ের সাথে সাথে অর্থের অপব্যবহার হয়ে এবং ভোক্তারা সর্বস্ব হারিয়ে ফেলেন। যেহেতু গ্রাহকরা এনজিওতে ফাঁকা চেক জমা দিয়েছেন, এনজিও কর্মীদের ব্ল্যাকমেইলিংয়ের কারণে তারা কোনও আইনি পদক্ষেপ নিতে পারে না। এই বিষয়ে বেশ কিছু মিডিয়ার লেখালেখির সাক্ষী এবং ভুক্তভোগীদের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায়, যার প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ দল দ্বারা একটি পুঙ্খানুপুঙ্খ ছায়া তদন্ত করা হয়েছে। তদন্তে পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায়। অভিযুক্ত ভুয়া এনজিও, দীপগঞ্জ বৌদ্ধবিহার সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে অপারেশন টিম অভিযান পরিচালনা করে এবং বিপুল সংখ্যক উপযুক্ত প্রমাণসহ তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভূক্তভোগীরা বাদী হয়ে নওগাঁ জেলার বাদলগাছী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় প্রতারনা মামলা দায়ের করে আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com