মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নাসির উদ্দীনের দাফন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৬৩ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর মান্দায় বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মন্ডল চলে গেলেন না ফিরার দেশে (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মন্ডল উপজেলার বড়পই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জীবদ্দশায় তিনি প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালের জুন মাসে চাকরি থেকে অবসর গ্রহণ করেন তিনি।

তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিলসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com