শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

রাজারহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৭৮ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাটে মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এছাড়া নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
রবিবার ২৬ মার্চ সকালে প্রত্যুষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজারহাট উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী অফিস ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করে।
সকালে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়াদী বাপ্পী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।
রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগীতা মূলক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com