বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন

রাজারহাটে পারিবারিক কলহে আহত দুই থানায় মামলা

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৮৬ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চক্রাটারী গ্রামের পায়ার উদ্দিনের সাথে তার ভাতিজা আবু বক্কর সিদ্দিক এর সহিত দীর্ঘদিন ধরে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে কলহ বিবাদ চলে আসছিলো। এরেই জের ধরে ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ঘটিকায় তাদের জমির অংশে সুপারির গাছ কাটা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। পিয়ার উদ্দিন তার অংশে সুপারির গাছ কেটে নিয়ে তার জায়গা ছেড়ে দিতে ভাতিজাদের নির্দেশ করেন। এতে ভাতিজারা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করেন। ভাতিজাদের হামলায় পিয়ার উদ্দিন ও তার স্ত্রী রুমা বেগম(৫৫)গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এঘটনায় পিয়ার উদ্দিন বাদী হয়ে রাজারহাট থানায় আবু বক্কর সিদ্দিক কে হুকুমদাতা করে ফারুক মিয়া,হারুন মিয়া,মিলন মিয়া সহ মোট ৬জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে অভিযোগ টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করেন। মামলা নং ১৫। তবে এঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com