বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

রাজারহাটে অবৈধভাবে সরকারী বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৬৯ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পান্থাবাড়ি বালাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর বিরুদ্ধে।

 

বুধবার ০৮ ফেব্রুয়ারী সকালে প্রধান শিক্ষক আইয়ুব আলী বিক্রির উদ্দেশ্যে গাছ কাটলে বাধা দেয় এলাকাবাসী। এসময় কর্তনকৃত পাঁচটি ইউক্যালিপটাস গাছের মোট ২৩ টি সেকশন আটক করে বিদ্যালয়ের সম্মুখে রাখেন এলাকাবাসী।

 

এবিষয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, সরকারী নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে। কি করার করেন বলে ফোন কেটে দেয়।

 

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, প্রধান শিক্ষক গাছ কাটার বিষয়ে আমাকে কোনো কিছু অবগত করেননি। সরকারী নিয়ম বহির্ভূত গাছ কাটার এখতিয়ার কারও নেই।

 

এবিষয়ে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম জানান, সরকারী বিদ্যালয়ের গাছ কাটার বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি মাত্র বিষয়টি জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com