বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

রংপুরে পীরগঞ্জে ১০০ বাউল মিলন মেলা ও প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৩৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে পীরগঞ্জ উপজেলাতে ৬৪ জেলার বাউলে মিলন মেলা আয়োজন করেন।নীল দরিয়া বাউল মিডিয়া বাউল শিল্পী মোঃ বাউল মুসা সরকার।আজ ২৮/১১/২০২২থেকে সারারাত অনুষ্টান হয়।ভোর ৪টার সময় পুরস্কার বিতরণ করেন। বাউল মুসা বলেন,গ্রাম হাজার বছরে বাউল গান হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ এক সময় সুনাম বয়ে এনেছিলো।

আমি চাই বাউল গান বেঁচে থাকিক সবার মাঝে,দেশে মাঝে বাউল গানের মধ্য অনেক জ্ঞান অর্জন করতে পারবে।

মিলন মেলায় অংগ্রহণ করেন,তানিয়া সরকার,বিথী সরকার,আশিক নূরী,বাউল জুয়েল, বাউ শাহাদত পাগলা আরো শত শত শিল্পী গানে সংগ্রহণ করেন।তার মধ্য তিন বিজয়ে হন।১ম স্থান অর্জন করেন পীরগঞ্জ সুনাম অর্জনকারী বাউল শাহাদত পাগলা,২য় স্থান অর্জন করে বাউল তানিয়া সরকার,গাইবান্ধা। ৩য় স্থান অর্জন করেন বাউল জুয়েল।অনুষ্ঠানে সঞ্চলনায় করেনঃ হিউম্যান সার্ভিস ফাউন্ডেশনের উপস্থাপন মোঃ ইয়ামান ইসলাম নন্তু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ মোঃ হিরু মন্ডল,ই,পি সদস্য ৫নং ওয়ার্ড ১৪নংচতরা ইউনিয়ন পরিষদ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com