শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৫৪ জন দেখেছেন

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

 

গতকাল (২২ জানুয়ারি) কমলগঞ্জ থানাধীন মাধবপুর ইউনিয়নে কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে চুরি-ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১.৩০ ঘটিকার সময় ০৮ নং মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে পাত্রখোলা চা বাগানের নাট মন্দির প্রাঙ্গনে উক্ত বিট পুলিশিং সভা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) জনাব সুদর্শন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব শহিদুল হক মুন্সী।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদর্শন কুমার রায় বলেন, “জনগণের দুয়ারে দুয়ারে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং চালু হয়েছে। মানুষ যাতে অল্প সময়ে কোন হয়রানি ছাড়া সর্বোচ্চ সেবা পেতে পারে সেটা বাংলাদেশ পুলিশ নিশ্চিত করতে চায়। আমরা বিট পুলিশিং এর মাধ্যমে আপনাদের একেবারে কাছে থেকে সেবা দিতে চাই। সুস্পষ্ট তথ্যপ্রমাণ থাকলে অভিযোগ নিয়ে থানায় যাবেন, প্রয়োজনে আমাদের জানাবেন। পুলিশ সর্বোচ্চ আইনগত সহযোগিতা প্রদান করবে। কোথাও কোন হয়রানি শিকার হলে আমাদেরকে জানাবেন। আমরা বিশ্বাস করি মৌলভীবাজার জেলা পুলিশ সাধারণ জনগণের দ্বারে গিয়ে জনগণকে সেবা দেওয়ার মানসিকতা পোষণ করে। আপনারা কোথাও কোন ধরণের হয়রানির শিকার হবেন না। আপনারা পূর্বে যেভাবে পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও পুলিশের পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।”

শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শহিদুল হক মুন্সী বলেন, “প্রতিটি ইউনিয়নে আমাদের পুলিশের বিট অফিস রয়েছে। বিট অফিসাররা নিয়মিত বিট অফিসে বসেন, প্রতিটি বিটের জন্য আলাদা মোবাইল নম্বরও আছে। আপনারা আপনাদের যেকোন প্রয়োজনে বিট অফিসারের সাথে যোগাযোগ করবেন। মাদক, চুরি- ডাকাতি, জুয়াসহ যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য আমাদের জানাবেন। পুলিশ মানুষের বন্ধু এটা মনে রাখবেন সবাই। ”

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, “মাদক, চুরি-ডাকাতি বা অন্য যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন। পুলিশ এবং জনতা একসাথে কাজ করলে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ হবে।”

কমলগঞ্জ থানা আয়োজিত এই বিট পুলিশিং সভায় মাধবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ এবং ইউনিয়নের বাসিন্দাগণ পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আজকের বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন ০৮ মাধবপুর বিটের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই অনিক রঞ্জন দাস, সহকারী বিট অফিসার এএসআই মনির হোসেন, ০৯ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব সুলেমান মিয়া, ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব শামসুল ইসলাম সেলিম, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ এবং ইউনিয়নের সাধারণ জনগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com