শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন

মায়ের ভাষা

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৯ জন দেখেছেন

মায়ের ভাষা

মো.আককাস আলী 

মায়ের পেট থেকে শিখিয়েছি
বাংলা আমার ভাষা;
এ’ভাষাতেই কথা বলি
এ’ভাষাতেই মনের ভাব প্রকাশ করি,
এ’ভাষার জন্য জীবন দিয়ে
শহীদ হয়েছে সালাম,বরকত,রফিক।

বাংলা আমার মায়ের ভাষা,
এ ভাষার জন্য গর্ব করি
এ ভাষার জন্য জীবন বলিদান করি ,
এ ভাষায় বিশ্বের দরবারে মাথা উঁচু করে কথা বলি ।

আমরা বীর বাঙালি
মায়ের ভাষা বাংলায় কথা বলি,
জন্ম থেকেই বাংলা ভাষা শিখিয়েছি,
এ ভাষা পারিবে না কেউ কেড়ে নিতে
জীবন দিয়ে তা করিবে রক্ষা
বাংলা মায়ের সন্তানেরা।

বাংলা মোদের গর্ব
বাংলা মোদের সর্গ,
অ,ই, আ
বাংলা মোদের মাতৃ ভাষা!!

বিশ্বে সবচেয়ে দামি,
মায়ের মুখের বানী,
মাতৃ ভাষার অবদান
সৃষ্টি জগতের সম্নান।।

বীর উত্তম, বীর শ্রেষ্ঠ
মায়ের রক্তেই লেখা যত,
আায়রে আয়, আয় জুটে
মাতৃ পদতলে থাকি মিলেমিশে
চলবে——

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com