বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

মাঝ দুপুরে

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬১ জন দেখেছেন

মাঝ দুপুরে

লুৎফর রহমান (রানা)

মাঝ দুপুরে মন সাজে
শেষ ফেব্রুয়ারীর ডাকে,
চিরচেনা রমনার বটমূলে
শ্যাম বালিকা নৃত্যের তালে
তালে নাচে।

মাঝ দুপুরে একুশের শেষ প্রহরে
টিএসসির বই মেলায়
শত শত কবি লেখক পাঠকের
মিলন মেলা, ওমা….বুঝতেই
পারিনি কখন জানি কেটে
গেলো সারাদিন সারা বেলা।

মাঝ দুপুরে বই মেলায় হাজারো
চেনা-অচেনার আনাগোনা,
হঠাৎ চোখ পড়লো
শাড়ী পড়া মাথায় ফুলের ঝাপড়ি
দিয়ে -সু শ্রী সুন্দরী তরুনী,

সে কি মিষ্টি আমি অদমের
লেখা কিছু কবিতা তাহার আবৃত্তিতে
গোলাপ রাঙা ঠোঁটে ফুটে
উটা প্রতিটি শব্দ যেন প্রাণ পায়
আমার লেখা শ্যাম বালিকা কবিতা
কানা, দেখেই আমি কবি হয়ে
গেলাম অচেনা পাঠকের দিওয়ানা,
তবে একুশের বই মেলা শেষ হয়ে
যাওয়ায় বাড়ীর পথে দিয়ে ছিল সে
রওয়ানা,
তবে সেই শ্যাম বালিকার নামটা
আমার অজানা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com