শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ০১মিনিটে কেন্দ্রীয় শহিদমিনারে পুষ্পমাল্য অর্পণ করেন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)

মোজাফ্ফর হোসেন, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দীন তরফদার সেলিম ও

 

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান। বক্তব্য শেষে শহীদদের আত্মার মাগফিতার কামনা করে দোয়া করেন। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com