বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:১১ অপরাহ্ন

মনের সুখই প্রকৃত সুখ

মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি :
  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৯০ জন দেখেছেন

মনের সুখই প্রকৃত সুখ

কানিজ তানজিমা ববি

 

বিদীর্ণ হৃদয়ে, ঘুমঘুম দু’চোখে,

কষ্টের লেলিহান শিখা অনির্বাণে,

প্রত্যেহ পুড়েপুড়ে ছাই হয়ে উড়েউড়ে ঐ দূর নীলিমায়

শঙ্খচিল হয়ে,নয়তো ডাহুক বেশে

কি নিদারুণ সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয় পৃথিবীতে!

সকালের স্নিগ্ধতায় মন পবনের নাও টা তপ্ত দুপুরেই দেখো ভস্ম হয়ে যায়!

আহা!

কি অস্হিরতায় ভরা এ ভূমন্ডল!

শান্তির দেবদূত আসেনা ফিরে ফিরে,

জরাজীর্ণ এই শ্যাওলা ধরা ফটকে!

বিস্তৃর্ণ মানবালয় থেকে নিজেকে মুক্ত করে চলো তবে

নীরব কোনো দ্বীপে!

কি ভাবছো…..?

সেখানে গেলেই সুখী হবে?

শান্তি পাবে?

শান্তি বলো,সুখ বলো সবই তোমার মনের ঘরে।

ঘরে বসেই তাকে ধরতে পারো অনায়াসে ‌।

 

কানিজ তানজিমা ববি

উপশহর রাজশাহী

২৩.১১.২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com