শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

বিধি তুমি কোন কলমে লিখেছো আমার ভাগ্য

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৮১ জন দেখেছেন

 

 

বিধি তুমি কোন কলমে লিখেছো আমার ভাগ্য

বেল্লাল হোসেন বাবু

বিধি তুমি কোন কলমে,
লিখেছো আমার ভাগ্য?
আমি কি নই কোন সুখ পাওয়ার যোগ্য?
কেন হয়ে গেলাম আমি,,
সবার চোখের বালি,,,,
কপালের সুখ লিখতে কি
তোমার কলমে ছিল না কালি??

আকাশ ভরা দু:খ আমার
কষ্ট ভরা ঢেউ,,,,,
এত কষ্ট আমার বুকে,
দেখে নাতো কেউ,,,,
দু:খ নিয়ে স্বপ্ন দেখি,
কষ্ট নিয়ে আঁকি
স্বপ্ন আমার ভেঙ্গে যায়,,,
আমি চেয়ে থাকি!

ভালোবাসা এমনি হয়,,
কেউ জিতে কেউ হারে!
আমি না হয় হারলাম,
তোমার সুখের তরে,,,,,,।
হয়তো, তোমায় হারিয়ে,,,,,,
কষ্ট পাবো বেশি।
তুবও দেখতে পাবো,,,
তোমার মুখের মিষ্টি হাসি।

চিঠি দিলাম পত্র দিলাম,,,
কেন আসলানা।
অবুঝ মনে প্রেম শিখাইয়া,,,
গেলা কেন চইলা।
ফুল ফুটে ঝরে যায়,,,
রয় শুধু পাতা,
মানুষ মরে গেল,,,
রয়ে যায় শুধু কথা।

দুঃখ দিয়েই সুখেই আছো,
বেধেছো সুখের নিড়,,,,,,
আমার স্বপ্নের তরী দেখলনা সুখের তীর।
দুই নয়নে এখন শুধু..
আষাঢ় -শ্রাবণ মাস,
নি:শ্বাস আমার হয়ে আসে,
শুধুই দির্ঘশ্বাস।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com