বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে বেটখৈর উচ্চ বিদ্যালয়ে নেই কোন উন্নয়নে ছোঁয়া

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৭৪ জন দেখেছেন

বেল্লাল হোসেন বাবু, নিজস্ব প্রতিবেদক :

 

বগুড়ার শেরপুরে সীমাবাড়ী ইউনিয়নের ১৯৯২ সালে দাতা মরহুম আলহাজ্ব লুৎফর রহমান, মরহুম মৌলভী আমজাদ হোসেন বিশ্বাস, জি এম গোলাম মোহাম্মদ সিরাজ, অএ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বেটখৈর গ্রামে ০৪ বিঘা জমির একটা অংশে নির্মিত হয় বেটখৈর উচ্চ বিদ্যালয়।

 

বিদ্যালয়ে সেই সময় বিদ্যুতশাহী গণ ছিলেন মরহুম আইজার রহমান -সাবেক দায়রা জজ, মরহুম ডাঃ আজাহারুল ইসলাম, মরহুম জয়নাল আবেদিন- সাবেক প্রধান শিক্ষক সীমাবাড়ী এস আর বালিকা উচ্চ বিদ্যালয়, প্রয়াত গৌরিশংকর সাহা শুবল – সাবেক সভাপতি সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামীলিগ, মরহুম আঃ মোওালেব মাস্টার, মরহুম হাফিজুর রহমান সরকার শিক্ষক, মরহুম নূর সরকার – সাবেক শিক্ষক অএ বিদ্যালয়, মরহুম নূর মোহাম্মদ সাবেক শিক্ষক, মরহুম ফজলে করিম সাবেক সদস্য সীমাবাড়ী ইউপি মরহুম ফরজ আলী সরকার সমাজ সেবক। প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে কর্মরত মোঃ ফরিদুল ইসলাম আকন্দ প্রধান শিক্ষক বেটখৈর উচ্চ বিদ্যালয়, মোঃ শওকত আলী বিশ্বাস, মোঃ রেজাউল হক আকন্দ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ছাইদুল ইসলাম, মোঃ আশরাফ আলী বিশ্বাস – বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর উচ্চ বিদ্যালয় বিগত দিনগুলোতে অনেক গুণিজন ব্যাক্তিবর্গ সমন্নয় এই বিদ্যালয় আজ প্রযন্ত প্রশংসায় সবার মুখে।

 

বেটখৈর উচ্চ বিদ্যালয় মোট শিক্ষক কর্মচারি শিক্ষক ১৭ জন, কর্মচারী তৃতীয় শ্রেনীর ০১ জন চতুর্থ শ্রেণীর ০৫ বিদ্যালয়ে মোট ছাএ ছাএী সংখ্যা ৬২০ জন – বিদ্যালয়ে ছাএ ছাএী আসন সংখ্যা সীমিত হওয়ার পূর্বের নির্মিত ভবনের উপরে ছাএ ছাএী লেখাপড়া করানোর জন্য টিনসেট দিয়ে তৈরি টিনের ছাউনি দিয়ে তাঁর মধ্যেই লেখাপড়া চলমান। বেটখৈর উচ্চ বিদ্যালয়ে ২০২২ এ ফলাফল শেরপুর উপজেলা বি কেন্দ্র সর্বাধিক ভাল ফলাফলের অধিকারী বলে জানা গেছে।

 

বিদ্যালয়ে যথাযথ একাডেমিক ভবন ও কমন রুম প্রয়োজন থাকায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম আকন্দ বিভিন্ন দপ্তরে ঘুরেও কোন প্রকার উন্নয়নমূলক কাজ নিয়ে আসতে পারে নেই বলে দূংখ প্রকাশে জানান,

 

অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম আকন্দ। মোঃ ফরিদুল ইসলাম আকন্দ প্রতিবেদককে জানান, আমার এই বেটখৈর উচ্চ বিদ্যালয়ে শুধু মাত্র জেলা পরিষদের পক্ষে থেকে শহীদ মিনার, ও বিদ্যালয়ে আসার একটা রাস্তা, ল্যাপটপ,ও প্রজেক্টর বরাদ্দ পাই।বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এ প্রযন্ত নির্মাণাধীন করা হয়েছে – আজ লাগে নেই বেটখৈর উচ্চ বিদ্যালয়ে উন্নয়নে ছোঁয়া- চলমান ভবনের উপরে টিনসেট দিয়ে তৈরি ঘরে চলছে ছাএ ছাএী লেখাপড়া। বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর উচ্চ বিদ্যালয়ে সর্বাধিক ভাল ফলাফলের অধিকারী বলে এবার ২০২৩ নতুন বর্ষে ছাএ ছাএী ভর্তি অনেক বেশী। ছাত্র-ছাত্রী ও অভিভাবক গণ বলেন,

 

বেটখৈর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া মান তুলমূলক ভাবে অনেকটাই ভাল এবং ফলাফল ভাল হওয়ায় তাদের ছেলেমেয়েদের এই বেটখৈর উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে দেন। অএ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কর্মচারী ছাএ ছাএী অভিভাবক সদস্য গণ সবার দাবি বিদ্যালয়ে নতুন একটা ভবন এবং ডিজিটাল উন্নয়নে ছোঁয়া এমনটাই আশা কামনা করেন অএ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com