শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন

ফাগুনের আগুন

সাহিত্য সম্পাদক প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৩ জন দেখেছেন

ফাগুনের আগুন

রৌনকা আফরুজ সরকার 

হাজারো রঙে ঘেরা ফাগুনের আকাশ 

আজ চোখে চেওনা, যাবেনা ঠেকানো সর্বনাশ,

ফাগুনের আগুনে জ্বলছে আজ মধুবন

কৃষ্ণচূড়ার রঙে সেজে ওঠেছে মন।

ঘরে থাকতে চাইছেনা মন আর একা একা

এবার মনের মানুষ এসে দিয়ে যাক না দেখা,

ভেসে গেছে আমার রাজ্য ভালোবাসার প্লাবনে 

গেয়ে ওঠছে মন ফাগুন গীতী বসন্ত পবনে।

ফাগুন ঝড়ে ভালবাসা মেঘে মেঘে উড়ে

জানিনা মনের মানুষ কে? থাকে কতদূরে? 

মন চায় আগুন সমুদ্রে ভাসাই ভেলা

ফুল বনে খেলি ফাগুনের খেলা।

দূর থেকে কেউ যেন ডাকে আমায় ফাগুন দোলায়

তবুও একা একা মরছি আমি দারুণ জ্বালায়,

জানিনা কোন পথে আমার ফগুন ছড়ানো

এত আগুন তবুও দুঃখ জড়ানো।

জানিনা ফাগুনের চাঁদ কোথায় জ্যোস্না বিলায়?

মন আমার বারে বারে দূর গগণে হারায়।

এখনো মনের মানুষ আসেনি দুয়ারে 

হাত ধরে ভাসিনি আজো জোয়ারে।

আগুন স্নানে নেই মানা

কিন্তু আমার ফাগুনের ঠিকানা অজানা,

সুখের আশায় ভ্রমর ঘুরে ফুলে ফুলে 

আমার নেই কেউ ফাগুনের বোলে।

আসছে বিরতিহীন ফাগুনের ঢেউ

থামানোর যেনো পাশে নেই আমার কেউ,

বেজে যায় আনমনে ফাগুন বীণ

জানিনা কার হৃদয়ে আমার ফাগুন আসীন।

কেউ যদি আসে পথভুলে

সাজেনা ফাগুন ফুলে ফুলে,

জানিনা তরী আমার কোন কূলে

মনপবনের নাও চলছে প্রতিকূলে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com