শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

সেক মোহাম্মদ আফজাল,বিশেষ প্রতিনিধি ফরিদপুর
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬৯ জন দেখেছেন

সেক মোহাম্মদ আফজাল,বিশেষ প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী। এ সময় সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়া ১৩ বছর বয়সী ওই কিশোরী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন। বর্তমানে একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। বাল্যবিবাহের আয়োজনের খবর শুনে ইউএনও ওই বাড়িতে হাজির হন এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

এ সময় ওই কিশোরীকে পুনরায় স্কুলে ভর্তি করানো এবং বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে তার বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়। বিষয়টি নজরদারির জন্য জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার এস এম নাহার ও স্থানীয় ইউপি সদস্য মো. মোতালেব হোসেনকে দায়িত্ব দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও লিটন ঢালী বলেন, এরপর থেকে ওই কিশোরীর পড়াশোনার দায়িত্ব প্রশাসন গ্রহণ করবে। পাশাপাশি ওই পরিবারকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com