মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দেয়া গৃহ হস্থান্তর নিয়ে চৌদ্দগ্রাম নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫২ জন দেখেছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর প্রদত্ত ভূমিহীন ও গৃহহীনদের ২১৪ টি পরিবারের মাঝে সকাল ১০ ঘটিকায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ ধাপের জমির দলিল দস্তাবেজ হস্তান্তর সহ উপকার ভোগীদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে দেশব্যাপী ৪০ হাজার গৃহহীদের মাঝে গৃহের চাবি হস্তান্তরের শুভ উদ্বোধন করা হবে।

এ নিয়ে মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১ ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের সামনে আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, আলহাজ্ব মোশারেফ হোসেন, প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম।

এ সময় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, আবু বকর সুজন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, অর্থ সম্পাদক সোহাগ মিয়াজী, সাংবাদিক বেলাল হোসাইন, প্রেসক্লাবের সদস্য মুহা. ফখরুদ্দীন ইমন, আব্দুর রব লাভলু, মো: ইমাম হোসেন ভূঁইয়া শরীফ, মেহরাব হোসেন অপি, পল্লী বিদ্যুৎ ও বিএডিসি প্রতিনিধি সহ উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দফরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com