শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

নৈরাশ্য

মোঃ ইসমাইল খাঁন সুজন, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৪৮ জন দেখেছেন

 

নৈরাশ্য
মালিহা মেহেরজাবিন।

জানতে চাও? ভালো তো আছি বটেই!
তব লিখি শুধু ছন্দ ছাড়া।
বাসবো না কভু, তবে জেনে রেখো-
আসবে আরও মোর চাইতেও উত্তম দিশেহারা!
আগাছা চাও? আগাছা হয়েই জন্মানো!
আগাছার মাঝেই জন্মানো!
একগুচ্ছ স্বচ্ছ ফুলের ভিড়ে, তব দেখা দিব না-
দেখবে না এই ফুলখান, অপরিচিতা হয়ে!?
প্রিয় চাও? রবো না কভু মাঝের গলিপথটাতে!
চাইবে না তবুও যাবো চলে।
তবুও থেকে যাবো ছাঁয়া কিংবা চাঁদ হয়ে-
রৌদ্রে ছাল দিতে, নিকোষ কালোয় আলো হতে।
দেখতে চাও? আজ না হয় ভুলেই যাও!
এই পথ শুধু আমার নয়, সকলের।
জানি আশা রেখে যাবজ্জীবন পড়ে থাকবে!
তব বলে রাখি! আশায় নৈরাশ্য।

আজ এই পর্বে জানাই বিদায়!
দেখা হবে না জানি, আশাও নয়।
যদি হুট করে দেখা মেলে, মৃদু একখান হাসি দিও!
থেকে যেও না, বলকি চলেই যাও।
ডাকবো না কভু পিছুটানে!

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com