শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

নীল রঙের কষ্ট

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৮২ জন দেখেছেন

নীল রঙের কষ্ট

কানিজ তানজিমা ববি

 

কিছু কিছু কষ্ট নীল আকাশের বুকে জমাটবাঁধা সাদা মেঘগুলোর মতো।

যেমন করে সাদা তুলার মতো মেঘগুলো পুরো নীলাকাশে চষে বেড়িয়ে এক হয়ে জমাট বাঁধে ,

ঠিক তেমনি করে ছোট ছোট কষ্ট গুলো এক হয়ে মিলিত হয়ে জমাট বেঁধে হৃদয় করে ক্ষতবিক্ষত!

এই কষ্টের নামই বুঝি নীল কষ্ট!

বা,নীল রঙের কষ্ট!

নীল আকাশের বুক থেকে যেমন সাদা তুলোর মেঘ সরে গিয়ে আকাশটাকে এক রঙে করে দেয়, ঠিক তেমনি মানুষের জীবনের কষ্টগুলোও একসময় সরে গিয়ে মানুষের মনকেও করে দেয় সদ্য ফোটা গোলাপের মতো।

আসলেই জগতে কোনো কিছুই চিরস্হায়ী নয়।

না সুখ,আর না কষ্ট!

 

কানিজ তানজিমা ববি

উপশহর রাজশাহী

১৪.১১.২২

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com