শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী নিজস্ব প্রতিবেদক

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপরে উপজেলা সদরের ডাঙ্গাপাড়া ব্রীজ সংলগ্ন স্মৃতিস্তম্ভটিতে স্হানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন। এছাড়া নিয়ামতপুর থানাসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারী, প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল ৮ ঘটিকায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সাথে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান।
কুচকাওয়াজ অনুষ্ঠানের পর জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
উল্লেখ্য পবিত্র রমজানের কারণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচিতে পরিবর্তন করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com