বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

নব যৌবনে

মোঃ আবেদ আহমেদ, সম্পাদক সাহিত্য বিভাগ
  • আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১২৭ জন দেখেছেন

নব যৌবনে

ফরহাদুল ইসলাম জুয়েল।

নব যৌবনে ডুবে ছিলো মন
পান করিতে যৌবন রস
নিষিদ্ধ নগরী তে প্রবেশ করিবো
হয়েছিলাম মোহিনী রুপে বস।

সকাল সাজে যৌবন সাগরে
কাটিতে চাই সাঁতার,
মায়াবী চোখের গভীরে সই
দেখেছি গভীর পাথার।

বদনে তোমার ঝরে পরে প্রেম
অধরে কামনার আগুন,
চুলের গোছায় সাত সাগরের ঢেউ
শরীরে ঝঙ্কার দেয়া ফাগুন।

আগুনে পুড়ে ছাই হতে চাই
হলদ বরন রূপ,
পাড়ি দিবো সাগর, হিমালয়
পাড়ি দিবো ঝাড়ঝোপ।

তোমার রূপের অগ্নিগিরিতে
পোড়াবো যৌবন কাম,
পদ তলে নিজেকে বিসর্জন দিবো
চাইবো না কোন দাম।

নব যৌবনে পা রাখিয়া সই
তোমার জপনা প্রতি পলকে
তিলে তিলে তাই নিজেকে বিলাই এখনো
লোক চক্ষুর অলখে।
স্বত্ব সংরক্ষিত

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com