শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি শহিদুল ইসলামের ইন্তেকাল

জুয়েল রানা নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২৪ জন দেখেছেন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম (৫৮) মারা গেছেন।

 

আজ মঙ্গলবার সকালে থানায় দায়িত্ব পালনের সময় বুকে ব্যথা অনুভব করলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ বলেন, পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

 

ওসি শহিদুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার চরবনবাড়ীয়া গ্রামে। ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

 

হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোজাম্মেল হক বলেন, কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। আজ সকালের দিকে তিনি বুকে ব্যথা অনুভব করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

কুন্দারহাট হাইওয়ে থানার উপপরিদর্শক আবুল হাসনাত বলেন, একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কারণে তিনি ছুটিতে যাননি। দুপুরে হাসপাতাল থেকে তাঁর লাশ কুন্দারহাট হাইওয়ে থানায় নেওয়া হয়। সেখানে প্রথম দফা জানাজা শেষে লাশ সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com