বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

নগরকান্দা থানা কমপ্লেক্সে “ছায়া শীতলের” উদ্বোধন ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন, ফরিদপুরঃজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৪ জন দেখেছেন

লিয়াকত হোসেন, ফরিদপুরঃজেলা প্রতিনিধি

 

বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেনের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান।

এর আগে পুলিশ সুপার নগরকান্দা থানা কমপ্লেক্সে নবনির্মিত “ছায়া শীতল” (গোলঘর) এর শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

সভায় পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্নহত্যা প্রবণতা রোধকল্পে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ একসঙ্গে কাজ করতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক ব্যক্তিদেরকেও কাজ করার আহবান জানান। পরিবারের সদস্যরা যদি তাদের সন্তানদের সম্পর্কে সব সময় খোজ খবর রাখেন তা হলে এসব অপরাধ সমাজ থেকে কমানো যাবে। এলাকাবাসীদের উদ্দেশে বলেন, বাল্যবিবাহ থেকে যেন বিরত থাকেন। যে কোন সহযোগীতায় সরাসরি পুলিশকে জানানোর আহবান জানান পুলিশ সুপার মোঃ শাহজাহান । জনগণের নিরাপত্তাসহ সব ভালো কাজে পুলিশ সহযোগীতা করবে বলে উপস্থিত সকলকে আস্বস্ত
করেন

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com