বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন

নওগাঁয় বাসার সামনের গ্যারেজে পিকআপ ভ্যান সরিয়ে নিতে বলায় সাংবাদিককে মারপিট লাঞ্চিতঃ থানায় অভিযোগ

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৯ জন দেখেছেন

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় বাসার সামনের গ্যারেজে পিকআপ ভ্যান সরিয়ে নিতে বলায় জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্ত ও আঞ্চলিক দৈনিক বার্তা পত্রিকার মান্দা উপজেলা প্রতিনিধিকে মারপিট ও লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১জানুয়ারী’২০২৩) দুপুর সাড়ে ১২ টার দিকে মারপিটের এ ঘটনাটি ঘটে। ভূক্তভোগি সাংবাদিক এম এম হারুন আল রশীদ হীরা (৪২) রাজশাহীতে এক বেসরকারি কোম্পানিতে চাকুরী করেন। কর্মসূত্রে তিনি মাঝেমধ্যে নওগাঁর পোরশা উপজেলায় অবস্থান করেন। তিনি প্রসাদপুর গ্রামের মৃত আজিম উদ্দীন মন্ডলের ছেলে। ঘটনায় সাংবাদিকমহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অভিযুক্ত সন্ত্রাসী পিকআপ ড্রাইভার আতিককে অবিলম্বে গ্রেফতারপূর্বক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানিয়েছেন। এছাড়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করার ও ঘোষণা দেন। অভিযোগে জানা গেছে, সন্ত্রাসী কায়দায় পিকআপ ভ্যান চালক আলমগীর হোসেন আতিক (৩৫) পিতা মৃত নুর ইসলাম সাং-পোরশা বাঁশবাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁ মৃত আব্দুল্লাহিল বাকী শাহ্ এর বাড়ীর সামনে তার পিকভ্যান রাখে। এতে বাসায় গাড়ী প্রবেশে অসুবিধার সৃষ্টি হয়। ভুক্ত তার মালিকের পক্ষে উক্ত স্থানে আর তার ব্যবহৃত পিকভ্যান রাখতে একাধিকবার নিষেধ করেন (তার পিকআপ ভ্যান গাড়ির নং-ঢাকা-মেট্রো-ন-২৩-১৯৬২)। গত ২২/০১/২০২৩ খ্রিঃ তারিখ রাত্রিতে মৃত আব্দুল্লাহিল বাকী শাহ্ এর ছোট ছেলে মুহাম্মুদুল্লাহ শাহ্ চৌধুরী তার ব্যবহৃত হাইব্রীড মডেলের কার (গাড়ি) বাসার গ্যারেজে প্রবেশে সময় সময় নানা সমস্যায় পড়েন। পরদিন সকালে তাকে ফোন দিয়ে উক্ত স্থানে পিকআপ ভ্যান গাড়িটি না রাখতে আবারও অনুরোধ ও নিষেধ করা হয়। কিন্তু সে স্থানীয় বাসিন্দা হওয়ায় গায়ের জোরে জোরপূর্বকভাবে উক্ত স্থানেই তার ব্যবহৃত পিকআপটি রাখবে বলে হুমকি দিয়া বলে যে, যা ইচ্ছা তাই করতে পারেন, পিকআপ সেখানেই থাকবে।সরাতে পারবোনা। ঘটনার দিন মঙ্গলবার ৩১/০১/২০২৩ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বিবাদী আলমগীর হোসেন আতিক (৩৫)

 

পিতা মৃত নুর ইসলাম সাং-পোরশা বাঁশবাড়ী, উপজেলা পোরশা, জেলা-নওগাঁ আবারও তার চালিত পিকাআপ ভ্যানটি উক্ত জায়গায় রাখতে গেলে উক্ত সময় ভিকটিম তাকে ডেকে পিকাআপ ভ্যানটি সরিয়ে নিতে অনুরোধ করা মাত্র বিবাদী অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে গালে, মুখে, মাথায়, বুকে এলোপাথাড়ীভাবে কিল,ঘুষি মারিয়া ফোলা-ছিলা জখম করে এবং তাকে মাটিতে ফেলে দিয়ে তার মাথা মাটিতে চাঁপিয়া ধরে এলোপাথাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে। সাংবাদিকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদী তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরে সাংবাদিককে উদ্ধার করে স্থানীয় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে ঘটনার দিনই পোরশা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংবাদিককে মারপিট ও লাঞ্চিত করার একটি লিখিত অভিযোগ পেয়ে এস আই মামুন অর রশিদকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com