শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২০ অপরাহ্ন

ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৯ জন দেখেছেন

 

নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব। ১৯ মার্চ দুপুরে ধামইরহাট বাজারের অবস্থিত বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক, মাসনিক ও অটিস্টিকদের একমাত্র আলোর দূত ‘ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়’ পরিদর্শণ করেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব মো. এরশাদ হোসেন খান। এ সময় সমাজসেবা অধিদপ্তর, নওগাঁর উপ-পরিচালক নুর মোহাম্মদ, ধামইরহাট উপজেলা সমাজসেবা অফিসার এ টি এম ফসিউল আলম,ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, সহ-শিক্ষক আবু মুছা, ইস্রাফিল হোসেন, কাউন্সিলর আমজাদ হোসেন, সাংবাদিক আবুমুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজে অবহেলিতদের কথা ভেবে এসব প্রতিবন্ধী বিদ্যালয়কে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকার, তবে যাচাই-বাছাই করে প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠানকেই এর আওতায় আনা হবে বলে উপ-সচিব মো. এরশাদ হোসেন খান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com