বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

দুঃখি মানুষ

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৮ জন দেখেছেন

কবিতাঃ দুঃখি মানুষ।

কবিঃ এল,রহমান রানা…✍️

দুঃখি জনের দুঃখ দেখে

কয়জন,

এক বেলা খাবার খেয়ে

পড়ে থাকে যে জন সেই

তো দুঃখি জন,

শীতে কাতর হয়ে ছিঁড়া কাপর

পরে বসে থাকে যেন

দুঃখী ব্যাক্তি সে জন।

দুঃখী মানুষের কষ্ট বুঝিতে 

কেহ 

নাহি চায়, অথচ তাদের রক্ত

মাংশে

শ্রম দ্বারা গড়া অট্টালিকায়

ধনিরা আরামে বসবাস

করে হায়,

ধনি খায় বিরিয়ানি আর পুলাও 

গরিবজন খায় পান্তা ভাত- 

ক্ষুদায় কাতর হয়ে খোদার

নিকট চায় আর বাঁচিতে চাহিনা

নিষ্ঠুরতম দুনিয়ায় হায়।

দুঃখী দের দুঃখ দেখার মতো

কয়জন আছে এই জগৎ এ 

হায়,

দু-কেজি-চাল-ডাল দিয়ে 

এসে সেল্ফি তুলিতে

ভদ্রলোক সমাজ ব্যাস্থ হায়,

কেহ দেখেনা নেই এদের থাকার

জায়গা,পরোনে নেই কাপর,

গরিবের রিকশায় চড়ে যায় 

ভদ্রলোক, পাঁচ টাকা ভাড়া 

কম দিতে করো

কৃপণায় মেরে দাও থাপ্পর,

অনেক গরিব কিছু বলেনা

শুধু আকাশ পানে চেয়ে 

তাহার মালিকের নিকর ফুকারে

খোদা তুমি দেখেছো হায়,

কষ্টের টাকা চাহিতে গেলেই

এই স্বার্থপর সমাজ আমায়

করে অত্যাচার,একদিন 

নিশ্চিত 

গরিবের অভিশাপে

হইবে সকল অত্যাচারী- ঠগবাজ- 

অহংকারী ধনির দলের চারখার।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com