শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে আগাম জাতের শিম চাষ নওগাঁয়

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২১৫ জন দেখেছেন

নওগাঁ জেলার মাটি শিম চাষের খুব উপযোগী হওয়ায় ফলন বেশি হয়। ফলনের পাশাপাশি বাজারে আগাম শিমের দামও ভালো। তাই কৃষকরা আগাম শিম চাষে আগ্রহী হচ্ছেন। নওগাঁয় জনপ্রিয়তা পাচ্ছে আগাম শিম চাষ।

গত বছর জেলায় ৪০ হেক্টর জমিতে আগাম বারি শিম-২ চাষ হয়েছিল। এবছর জেলা ১০০ হেক্টর জমিতে শিমের চাষ হচ্ছে। এই শিম চাষে পোকামাকড়ের উপদ্রব বেশি হওয়ায় কৃষকের বেশি বেশি কীটনাশক ব্যবহার করতে হয়। বর্তমানে পাইকারি বাজারে ১৬০-১৮০ টাকা কেজি দরে শিম বিক্রি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

মান্দা উপজেলার মৈনম গ্রামের কৃষক মোশাররফ বলেন, আমি আমার জমিতে সারা বছর অনেক ধরনের সবজি চাষ করে থাকি। আগাম জাতের শিম চাষে অনেক ফলন হয়। ফলে অনেক লাভবান হতে পারি। এই শিম গাছে পোকার উপদ্রব বেশি হয়। তাই বারবার কীটনাশক ব্যবহার করতে হয়। এবছর কীটনাশকের দাম অনেক বেশি। বারবার দেওয়াতে খরচ বৃদ্ধি পাচ্ছে। আর লাভও কমে যাচ্ছে।

মৈনম গ্রামের অন্যান্য কৃষক বলেন, আগাম শিম চাষে অনেক বেশি পরিমানে কীটনাশক ব্যবহার করতে হয়। এবার কীটনাশকের দাম অনেক বেশি। তাই খরচ বেড়ে গেছে। লাভের পরিমান অনেকটা কমে গেছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. খিজির হোসেন বলেন, লক্ষ্যমাত্রা ৮ হাজার হেক্টর থাকলেও তা থেকে বেড়ে ৮ হাজার ৪০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। এর মধ্যে আগাম শিমের আবাদ হয়েছে ১০০ হেক্টরে। দিন দিন আগাম শিম চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। আমরাও কৃষকদের সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছি।

সূত্র: ইকৃষি ডট কম

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com