শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

ঢাকায় ৯৫ টাকায় চিনি বেচবে সিটি গ্রুপ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২১৬ জন দেখেছেন

সপ্তাহখানেক ধরে চিনির বাজার অস্থির। বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযানে চালিয়েও পণ্যটির দাম বাগে আনতে পারছে না। এমন প্রেক্ষাপটে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীতে ৫৫ টাকা দরে চিনি বিক্রি শুরু করেছে।

এবার সিটি গ্রুপ বুধবার থেকে ৯৫ টাকা দরে প্রতি কেজি চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাকে করে এই দামে চিনি বিক্রি করবে শিল্পগোষ্ঠীটি।

সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি দিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯৫ টাকা দরে চিনি বিক্রির বিষয়ে সহযোগিতা চান।

ডলারের অস্থিরতায় ঋণপত্র খোলায় জটিলতা, জ্বালানিসংকটসহ নানা কারণে উৎপাদন কমে বাজারে চিনির সংকট হতে পারে, সরকারকে এমন কথা জানিয়েছিল বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। চলতি মাসের ২০ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর ওই চিঠি দেওয়া হয়। এর মধ্যেই তেতে ওঠে চিনির বাজার। প্রতি কেজি খোলা চিনি ১১০ টাকায়ও কিনতে হয়েছে ভোক্তাকে। যেখানে প্রতি কেজি খোলা চিনির সরকার নির্ধারিত মূল্য ৯০ টাকা।

 

২০ অক্টোবর সরকারকে চিনিসংকটের বিষয়ে সতর্ক করে বাণিজ্যসচিব বরাবর মিলমালিকদের দেওয়া চিঠিতে বলা হয়, ‘অত্যন্ত দুঃখ ও চিন্তার বিষয় এই যে ২০২২ সালে; অর্থাৎ চলতি বছর এখন পর্যন্ত প্রায় ১৮ লাখ টন অপরিশোধিত চিনি আমদানি হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ১টি অপরিশোধিত চিনির জাহাজ রয়েছে। তবে রপ্তানিকারক দেশ ব্রাজিল থেকে বাংলাদেশে আসার মতো কোনো জাহাজ লাইনআপে (অপেক্ষমাণ) নেই।’

সেই চিঠির পর বাণিজ্য মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেয়নি। চিনির দামে সেঞ্চুরি হওয়ার পর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সক্রিয় হয়। সংস্থাটি গত সোমবার চিনির বাজারসংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় করেছে। সেখানে মিলমালিকদের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন, দ্রুতই বাজারে চিনির সরবরাহ বাড়বে। তাতে চিনির বাজারের অস্থিরতা কেটে যাবে। মিলমালিকের প্রতিনিধিরা আশার কথা শোনালেও নিরবচ্ছিন্ন জ্বালানি প্রাপ্তির নিশ্চয়তা চেয়েছেন। উচ্চ চাপের গ্যাস সরবরাহ নিশ্চিত হলে উৎপাদন বাড়বে। তখনই কেবল সরবরাহের সংকট কাটতে পারে বলে জানিয়েছেন তাঁরা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com