বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

জোনাকির আলো

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৯৫ জন দেখেছেন

জোনাকির আলো
লুৎফর রহমান (রানা)

জোনাকির মিটিমিটি আলোয়
মনের মধ্যে হঠাৎ যেন
তোমাকে পাওয়ার এক
অদৃশ্য যন্ত্রণা এসে জুড়ো হলো,

মন বলে হঠাৎ সে দিনের বৃষ্টি মুখর
দিনের কথা দুজনার হাতে হাত
রেখে দীর্ঘ পথচলা,
ভালোবেসে চলেছি দূরে বহুদূরে
পথ যেন শেষ হতেই চায়নি তখন
আসলে কি জানো মধুর সময়
গুলো খুব দ্রুতই শেষ হয়ে যায়,

রেখে যায় প্রেমময় সব
জোনাকি আলোয় মিটিমিটি
দূরের স্মৃতি।
মাঝ রাতে হঠাৎ এসে
ধরা দাও শ্যাম পিরিতির
মায়ায় আমায় বড্ড ভাবনায়
নিয়ে নীল দরিয়ায় নাও বাসায়,
হয়তো মনে নেই
তোমায় নিয়ে লেখা কতনা কবিতা
ছন্দ মিলে মিশে একাকার
লগ্নে মন ছিল শিহরিত।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com