শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

জয়নাবাড়িতে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সীমা জাহান সাথী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৬ জন দেখেছেন

 

সাভারের হেমায়েতপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জয়নাবাড়ি বড় বাড়ি তরুণদের উদ্যোগ এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।

 

এছাড়াও মোঃ শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবদুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ বিশিষ্ট ব্যবসায়ী যুবলীগ নেতা আবির মাসুম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্ত, আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর পরাক্রমের কাছে মাথা নত করে পাকিস্তানি ঘাতক দল। পৃথিবীর বুকে অর্ধশত বছর আগের এই দিনে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। বাঙালি ঊর্ধ্বলোকে তুলে ধরে প্রাণপ্রিয় লাল-সবুজ পতাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com