শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১০৬ জন দেখেছেন

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের মিলনমেলা অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিলনমেলা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা।

আয়োজনের মধ্যে ছিল শোভাযাত্রা কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন।

সকাল থেকেই ব্রাজিল সমর্থকদের মিলনমেলা সকল শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উৎসব রূপ নেয়। দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। যা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একটি কেক কেটা হয় মিলনমেলা উপলক্ষে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে লাগানো হয় ব্যানার ফেস্টুন। আয়োজনে অংশ নেয় সাবেক শিক্ষার্থীরাও।

সমর্থকেরা বলেন, এবার কাতার বিশ্ব কাপে হেক্সা শিরোপার মাধ্যমে আবারও ব্রাজিল আটশো কোটি মানুষের হৃদয় জয় করবে বলে আমরা প্রত্যাশা করি।

তবে আর্জেন্টিনার সমর্থকদের এখন পর্যন্ত কোন কার্যক্রম দেখা যায়নি।

এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থকের প্রধান উপদেষ্টা সোহাগ রাসিফ বলেন, আমরা গত বছর নানা আয়োজন করেছিলাম। এবছর এখন পর্যন্ত করতে পারিনি ঠিক। তবে আমরা চেষ্টা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com