বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রভাবশালী মহল কর্তৃক ইউনুস মিয়া (৪২) নামে ওয়ার্কসপ ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মুক্তিযোদ্ধা বাজারে। এ ঘটনায় মৃত একরামুল হক গেদুর ছেলে মো: রাসেল ও মৃত আনু মিয়ার ছেলে আহসান হাবীবসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি। পরে ঘটনাস্থলের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইউনুস এবং রাসেল গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বিষয়টি নিয়ে উভয়পক্ষ আদালতে মামলাও করে। কিছুদিন পূর্বে আদালত রাসেলদের মামলাটি খারিজ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার (২ জুন) সকালে রাসেল গং কতিপয় বহিরাগত লোক এনে জোরপূর্বক বিবাদমান জায়গায় টিনের ঘর নির্মাণ করতে গেলে ভুক্তভোগি ইউনুস বাধা দেয়। এ সময় রাসেল ও তার চাচা আহসানের নেতৃত্বে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ইউনুসের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ইউনুসকে পরিবারের লোকজন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইউনুসের বড় ভাই আব্দুল কুদ্দুস বলেন, ‘আমরা ছোটবেলায় এতিম হয়ে গেলে আমার দাদা আজমত আলী এ জমিটি আমাদেরকে কবলা দিয়ে যান। গত কিছুদিন পূর্বে রাসেল গং আমাদের বিরুদ্বে চাঁদাবাজির মিথ্যা মামলা দেয়। এ মামলার খবর শুনে আমি স্ট্রোক করে বর্তমানে প্যারালাইসড হয়ে মানবেতর জীবনযাপন করছি।’

স্থানীয় বৃদ্ধ হারুনুর রশিদ বলেন, ‘এ জায়গাটি নিয়ে ইউনুস ও রাসেলদের মধ্যে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই উক্ত জায়গায় এক পক্ষ ঘর নির্মাণ করছে। যা ঠিক হয়নি। এ কারণেই আজকে হামলার ঘটনা ঘটেছে।’

হামলার ঘটনা অস্বীকার করে বিবাদী রাসেল জানান, ‘আমাদের জায়গায় আমরা ঘর নির্মাণ করছি। ইউনুস বাধা প্রদান করায় আমরা প্রতিবাদ করি। এ জায়গাটি অনেকদিন যাবৎ আমাদের দখলে রয়েছে। সে কোন সূত্রে জায়গার দাবি করে আমার জানা নেই।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এএসআই আজিম উদ্দিন বলেন, ‘থানায় অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করি। আদালতে মামলা চলমান থাকায় রায় না আসা পর্যন্ত উভয়পক্ষকে স্থাপনা নির্মাণ না করতে এবং শান্ত থাকার জন্য বলা হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com