বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০০ অপরাহ্ন

চট্রগ্রাম হাজারি গলি সহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে হোলি উৎসব

চট্টগ্রাম জেলা প্রতিনিধি, আহমাদ রেজা
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৫৪ জন দেখেছেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি, আহমাদ রেজা

আজ হিন্দু সম্প্রাদায়ের হোলি উৎসব সকল হিন্দু নর নারী মিলে ঐক্যবদ্ধ হয়ে এ অনুষ্ঠানটি পালিত হয় হাজারি গলি,কালি মন্দির সংলগ্ন কমিশনার উজ্জ্বল নেত্রী তে সকলে ডিজে গানের তালের মাধ্যাম বিভিন্ন রং বিরঙ্গের রং মাখা মাখিতে গড়ে তুলেছে সুন্দর এক্য মিলন মেলা।এতে আরো জানা যায় দিনে কৃষ্ণণ সখিদের নিয়ে হোলি উৎসব পালান করে।তাদের কৃষ্ণণ দের নিময় অনুসারে ছেলে মেয়ে ভেদাভেদ না করে উৎসবে অংশ গ্রহন করেন।


চট্রগ্রাম মেয়র জনাব রেজাউল করিম চৌদুরীর প্রধান বক্তব্যে
হোলি উৎসব বিষয় ছাত্রী ছাত্রীদের উৎসাহিত করে অনুপ্রেরণা জানায় সিটি কাউন্সিলর ৩৪ ওয়ার্ডের পলক কাসটগীর,পাথর ঘাটা,৩২ ওয়ার্ডে কাউন্সিলর জহির লাল হাজারি বিশেষ বক্তব্য রাকেন। এবং শিক্ষার্থীর উদ্দেশ্যে জ্ঞান বিষয়ক কিছু বলেন এ সাথে বাবুল দাস সহ ওমা সরকার নেত্রীতে পরিচালিত হয় অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com