বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

চট্রগ্রাম কর্ণফুলীর দৌলতপুরে এস আলম বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আহমদ রেজা চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

চট্রগ্রাম জেলা প্রতিনিধি, আহমদ রেজা

চট্টগ্রামের কর্ণফুলী থানা অন্তভুক্ত দৌলতপুর স্কুল গেইটে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে এস আলম বাসের ধাক্কায় মোহাম্মদ নোমান হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ২৪ জানুয়ারি রাত ৮ : ২০ মিনিটের দিকে দৌলতপুর (কে ই পি জেড) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান বড়উঠান দৌলতপুর গ্রামের আব্দুর রব কন্টাক্টের বাড়ির মৃত মো. ইউনুসের ছেলে
সে স্থানীয় সূত্রে জানা যায় দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র
বিষয়টি তদন্ত করছেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিভাত দত্ত

স্থানীয়রা জানান, ছেলেটা সাইকেল চালিয়ে দৌলতপুর কে ই পি জেডে যাচ্ছিল হঠাৎ দ্রুত গতিতে আসা এস আলম বাস (চট্টমেট্টো -ব ১১-১৫৮৬) গাড়িটি ধাক্কা দিলে সাথে সাথেই মাটিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা বাসটিকে জব্দ করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

অন্যদিকে, এ ঘটনার পর ওই গ্রামের কয়েক হাজার জনতা সড়কটি অবরোধ করে বিক্ষোভ করেছে।
প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ জনতা সড়ক ছেড়ে ফিরে যান।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেশির ভাগ সময় চট্রগ্রাম সিনামা প্লেস হইয়ে প্রতি নিয়ত যাত্রী বাহি পরিবহন যাতায়াত হচ্ছে মগনামা,পেকুয়া,বাশখালী,বদর খালী সহ বিভিন গৌনতব্যে চাকলক মানছেনা আইন কানুন।বিভিন্ন পরিবহন চলমান রয়েছে একই পথে।সানলাইন,বাশখালী সুপার সার্ভিস, এস আলম সহ আরো অনেক পরিবহন নায় কোন নিয়ম।দেশের উন্নায়নের সার্থে কাজ করছে সরকার অনিময় করছে পরিবহন সংস্থা।
প্রতিনিয়ত চলমান রয়েছে ঝুঁকি সব চেয়ে বেশি হয় পরিবহণ প্রতিযোগিতা। কর্ণফুলী গার্মেন্টস এর সময় এ প্রভাব বেশি দেখা মিললে মানচে ট্রাফিক আইন বিনা লাইসেন্সে চলছে মনগড়া পরিবহণ তাতে প্রসাশনিক দৃষ্টি আকর্ষণ করছি।ক্লোজ ডোর পরিবহণ সংস্থা গুলোর আইনি জোরদার জরুরী। চট্রগ্রাম শাহ আমানত ব্রীজ হয়তে এক বছরে ১৪২ টি ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে।চালক মানছে নিয়ম কানুন।প্রসাশনিকের কঠোর ও তাদের কে আইনের আওয়াতায় এনে সঠিক প্রদক্ষেপ নেওয়া জরুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com