বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১২ অপরাহ্ন

চট্টগ্রাম সরকারি ডিএপি এফ সি এল ফার্টিলাইজার পরিবহণ শাখার স্টাফ গাড়ি পার্কিংয়ে তিন গাড়িতে অগ্নি সংযোগ

আহমদ রেজা চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ৯২ জন দেখেছেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি, আহমদ রেজা

চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ডি এ পি এফ সি এল ফার্টিলাইজার গাড়ি পার্কিং স্ট্যান্ডে রাত ১১. ৪০ মিনিটের দিকে হঠাৎ করে একটি হাইচে র্সট সার্কিটে অগ্নিপাতের সৃষ্টি

রাতে নিরাপত্তা কর্মিরা দেখা ফায়ার স্টীম বোস্টার দ্বারা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলে।াতাতে ব্যর্থ হন অগ্নিপাত দ্রুত ছড়িয়ে পরে।
পাশে থাকা কয়েরটি গাড়ি, এ্যাম্বুলেন্স ও একটি রিস্কিউ টিমের গাড়ি যার মূল্য ২কোটি টাকা এম ডি ফাইজারু প্রজেক্টস এর গাড়ি সহ কিছুটা ক্ষতি গ্রস্থ হয়েছে বলে জানান।এ বিষয়ে এডমিন অফিসার আলামউদ্দীন জলিল এর সাথে কথা বলতে চায়লে গেইট অফিসার ভিতরে ডুকতে দেয়নি। এডমিনের একজন কর্মকর্তা জানান এডমিনে
একটি কমিটি গঠন করে বিষয় টি ক্ষতিয়ে দেখবেন।

এডমিন থেকে কোন তথ্য দাপাচাপা দিতে চায়চেন বলে সরোজমিনে তদন্ত করে জানা যায় রাতে মোঃ নুর (৩৫) সিকিউরিটি নিজের প্রাণ পন চেষ্টার ব্যর্থ হলে। গেট অফিসার মোঃ মাজেদ কে তক্ষণী খবর জানান পরিবহন এম ডি গাড়ি স্ট্যান্ডে আগুন লেগেছে
এডমিন অফিসার ও অন্যান্য কর্মকর্তা সহ পাশাপাশি ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দেন।সি ইউ এফ এল ফায়ার সার্ভিস ইউনিট এসে ৪০ মিনিট চেষ্টার অগ্নি নিয়ন্ত্রণ করতে সমক্ষ হয়।এর পর আনোয়ারা ফায়ার ইউনিট এসে দেখে একটি ইউনিটে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ।
সরকারী গাড়ির ক্ষয়ক্ষতি কতটুকু তা আনোয়ারার ডিউটিরত অফিসার বেলাল তদন্ত করে অনুমান করেন প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।

গাড়িতে অগ্নি পাতের সৃষ্টি হয়েছে।চালক ছিলেন ক্যাজুয়েল কর্মকর্তা হাশি মিয়া (৪৮) তিনি রাত ৮ টার সময় ডি এ পি সি এলের একজন কর্মকর্তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ নামিয়ে দিয়ে এসে প্রতি দিনের মতো একই স্থানে ১১ টার সময় গাড়ি রেখে গেইটে মাজেদ সাহাবের নিকট রাখে চলে যান
এর ৪০ মিনিট পর অগ্নিপাতে সৃষ্টি হয়। কি ভাবে তা ঘটেছে কেউ বলতে পারেননা।অনুমান করা যায় গাড়ির সর্ট সার্কিট থেকে অগ্নিপাতে বিস্তার ঘটে।এ দুর্ঘটনাটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি দেখবেন এডমিন ও ডিএপি এমডি সেকশন থেকে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com