বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় সরকারী খাদ্যবাহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে

আহমদ রেজা চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৯১ জন দেখেছেন

চট্টগ্রাম আনোয়ারা প্রতিনিধি আহমদ রেজা

আজ ভোর ৫ টায় বন্দর থেকে সরকারী রেশমের খাদ্যবাহী ট্রাক আনোয়ারা উপজেলায় খাদ্য গুদামে টিকাদার মালিক নাছিম মজুমদার মাধ্যমে প্রতিবারের মজুদ করার জন্য পরিবহনে মাধ্যমে আনার পথে আনোয়ারা উপজেলায় সিংহারা রাস্তায় বিপরীত থেকে আসা মাল বাহি ট্রাকে বাস চালক চাপিয়ে দিলে
ট্রাকটি বামে চাপে নিতে উল্টে খাদে পরে যায়
ট্রাক চালক বাবুল(৩৪) কে
প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানান ভোর পাঁচ টায় বিপরীত দিকে আসা বাস টি ট্রাকের দিকে চাপ দিলে ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পরে যায়।বাস চালক গাড়িয়ে চালিয়ে পালিয়ে যায়। দূর্ঘটনাস্থলে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান টিকাদার মালিক নাছিম মজুদার সরকারী খাদ্যগুলো সটিক ভাবে গুদাম জাত করতে সক্ষম হলে
টিকাদারে সূত্রে জানা যায় মাল বাহি ট্রাকে ছিলেন সরকার রেশমকৃত চাল তার পরিমা ছিলো ২৫ মেঃটন (৫০০ ব্যগ) আনোয়ারা থানা উপ – পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাটি তদন্ত করে নিরাপাত্তার জোয়াদ্দার ও প্রসাশনিক ব্যবস্থার মাধ্যমে চাল বাহি ট্রাক টি উদ্ধার করে মালামাল গুলোর গুদাম জাত করান।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com