শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির এনজিও এর কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে

আহমদ রেজা চট্টগ্রাম জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৭৫ জন দেখেছেন

আহমেদ রেজা, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে এক বেসরকারি সংস্থার (এনজিও)
কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার রাত সোয়া আটটার দিকে উপজেলার লালানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সী চম্পা চাকমা রাঙ্গামাটি জেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের ছাক্রাছড়ি এলাকার বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়া বেসরকারি সংস্থা পদক্ষেপে সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের ভাষ্য, মাস দুয়েক আগে ওই এলাকার এনাম নামের একজন বোনের মাধ্যমে বেসরকারি সংস্থা পদক্ষেপ থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে নির্দিষ্ট সময়ে মাসিক কিস্তি পরিশোধ না করায় সম্প্রতি এনামের সঙ্গে চম্পার কথা কাটাকাটি হয়।

এতে ক্ষুব্ধ হয়ে রোববার রাতে ছুরি নিয়ে লালানগরের ধামাইরহাটে চম্পার অফিসের নিচে অপেক্ষা করতে থাকেন এনাম। রাত সোয়া আটটার দিকে চম্পা অফিস থেকে নামলে আরেক দফা কথা কাটাকাটি হয় তাদের। এক পর্যায়ে চম্পাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এনাম।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি বলেন , ‘ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন এনাম। ক্ষত খুব বেশি বড় না হলেও তার শ্বাসনালী কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com