শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন

গোলশূন্য ড্র নিয়ে লালপুর ছেড়ে চলে গেল ব্যারিস্টার সুমন একাডেমি

মোঃ শরিফুল ইসলাম লালপুর ,নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২০২ জন দেখেছেন

মোঃ শরিফুল ইসলাম লালপুর ,নাটোর প্রতিনিধিঃ

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘৪৩ বছর বয়সে যেহেতু মাঠে নেমেছি, ব্যারিস্টার হয়েও যেহেতু ছুটি পেলে মাঠে চলে আসি। সুতরাং ফুটবলের গণজাগরণ ফিরে আসার আগ পর্যন্ত মাঠ ছাড়ব না।’

শনিবার (৬ মে) বিকেলে ৩টা নাটোরের লালপুর উপজেলা শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে লাভলী ফাউন্ডেশন এর উদ্যোগে গোপালপুর ফুটবল একাদশ এবং ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচের সময় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, ‘লালপুরে খেলার মাধ্যমে হারাতে বা জিততে আসিনি। এসেছি, আপনাদের সঙ্গে নিয়ে এই খেলার মধ্য দিয়ে একটা নতুন ফুটবলের গণজাগরণ তৈরি করতে।’

তিনি বলেন, ‘ফুটবল খেলে ছেলেরা ফিটনেস পেত, আজ বেশিরভাগ তরুণ প্রজন্মের ফিটনেস নেই। কারণ ফুটবল ঝিমিয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, গত পরশু দুদকে ফুটবল ফেডারেশনের দুর্নীতির বিষয়ে অ্যাপ্লিকেশন (দরখাস্ত) দিয়ে আসছি। আগামী সপ্তাহে হাইকোর্টে যাব।’

গোপালপুর ফুটবল একাদশ এবং ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে প্রায় ২৫ হাজার মানুষ মাঠে হাজির হন। খেলা শেষে ০-০ গোলে ড্র হয় এই প্রীতি ম্যাচ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com