বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

কৃষ্ণপুর ডবল ব্রিজ নামক এলাকায় বাঙ্গির হাটে বিষাক্ত কেমিক্যাল দিয়ে বাঙ্গী পাকানোর অভিযোগ

মোঃ তরিকুল ইসলাম রুবেল, ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬৩ জন দেখেছেন

মোঃ তরিকুল ইসলাম রুবেল, ফরিদপুর জেলা স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সদরপুর উপজেলার ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের ডবল ব্রিজ নামক এলাকায় ইফতারির ফল, বাঙ্গি বিষাক্ত ধরনের কেমিক্যাল, দিয়ে পাকানোর হয়।
অভিযোগ পাওয়া গেছে অভিযোগকারী নাম শিবু মৃধা, বাড়ি চর দড়ি কৃষ্ণপুর।
মানুষ সারাদিন রোজা রেখে যদি এই বিষাক্ত ধরনের কেমিক্যালদেয়া বাঙ্গি দিয়ে ইফতারি করে তাহলে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যাবে।

এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে পরিবহন যোগে এই রোজার ফল।
আর এই বাঙ্গি খেয়ে মানুষের বড় ধরনের ক্ষতি হতে পারে,
তাই বিষাক্ত মেডিসিন দেয়া বাঙ্গি কেনার আগে চিন্তা ভাবনা করে কিনবেন এবং এই বাঙ্গি দিয়ে ইফতারি করার আগে চিন্তা ভাবনা করবেন সকলের কাছে অনুরোধ রইল।

গিয়েছিলাম বাঙ্গিরহাটে খোজ যানাযায় বাঙ্গিতে কেমিক্যাল মেশানো হয়, এদিকে কিছু অসাধু ব্যবসায়ীএ কাজ করে থাকে।
এখান থেকে প্রতিদিন১০ থেকে১২ ট্রাক বাঙী দেশে র বড় বড় বাজার জেমন কাওরান বাজার শ্যাম পুর,গাজীপুর, সহ বরিশাল ও যায়।
প্রশাসনের দৃশ্টি কামনা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com