বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

কুয়াশায় তোমায় খুঁজি

মোঃ আবেদ আহমেদ- সাহিত্য সম্পাদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৬৮ জন দেখেছেন

কবিতাঃ কুয়াশায় তোমায় খুঁজি।

কবিঃ লুৎফর রহমান (রানা)

 

চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা

মাঝখানে আটকে রয়েছে

সামাজিক বেরা জালে তোমার

আমার প্রেমের চাকা,

সূর্য থেকে শীতের সকালে

পৃথিবীতে পড়বে নরম

মিষ্টি আলো,

বাসবো তোমায় আমি অনেক

ভালো।

 

কুয়াশায় চেয়ে গেছে মনের

যত ইমোশন ভাল লাগা না লাগা,

প্রেমের তরে চলনা প্রিয় কেটে

যাক না

হৃদয়ের সকল জমা রাগ অভিযোগ

অম্লান, চাইছি তো একটু সুখ

ভালোবাসার স্পর্শ, বেশি কিছু

তো নয়,

মন চায় তার আপনজন যেন

চিরকাল তাহার পাশে রয়।

 

কুয়াশায় গেড়া পথঘাট

তোমার মাতাল প্রেমে আমি

কুপোখাত, মনের মেঘে ঢেকে দিও

না হৃদয়ের নীল আকাশ,

তোমায় না পেলে প্রিয়তম

মন করিবে হাঁসফাঁস।

 

কুয়াশার স্পর্শে প্রেমিক মন

তোমায় খুঁজে, পেতে চায় মনের

উষ্ণতায় করিতে চায় কুন সুটি,

রাতের আধারের প্রতিটা তারায় তারায়

চেয়ে গেছে চারিদিক,

কখন তোমাকে দেখতে না পেলে

ছুটে চলে মন দিক বিদিক,

বিহি সূতোয় বোনব তোমার জন্য

শীতের নরম ছাদর,বিনিময়ে বেশি নয়

সখি চাইছি একটু আদর।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com