বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

কবিতা:…..বিবেকের কাঠগড়ায়।

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৬৭ জন দেখেছেন

কবিতা:…..বিবেকের কাঠগড়ায়।
কবি………লুৎফুর রহমান (রানা)

যাচ্ছে দিন যাচ্ছে ক্ষণ
কারো কথা ভাবার সময়
এখন নেই তো কারো সময়,
বেজায় ব্যস্ত সবাই রোজ রোজ
নিজের পেট ভোজন আড্ডায় থাকি
ব্যস্ত,
দুঃখীদের কথা ভাবার সময়
এখন কাহার নেই তো,
যাচ্ছি দিনদিন স্বার্থপর হয়ে
বিবেকের কাঠগড়ায় দাড়িয়ে
দুঃখীদের সাতে করি
হাস্য রস,
মুখে বলে স্বাধীন মোরা,
সত্যি কি হয়েছি স্বাধীন,
তবে কেন আজও দুমুঠো ভাত
খাবার জন্য দুঃখীজন পাতে
অন্যের কাছে হাত।

নামধারী মানবিক মোরা
গড়ে তুলি নিত্য নৈতিকতার
শোনাই স্টেইজে দাড়িয়ে বড় গলায়
দুঃখীদের আর দুঃখ থাকিবেনা,
বাস্তবতাই কেহ কারো নয়
মানুষের কষ্ট দিনের পর দিন
যাচ্ছে কঠিন থেকে আরোও কঠিন
হয়ে, পূণ্যের দাম লাগামহীন
ভাবে বাড়িয়ে সিন্ডিকেট ব্যবসায়ী
মুচকি হাসে,
বিবেকের কাঠগড়ায় দাড়িয়ে
তখন বলে মন
জন্মেছি মাগো এইনা সিন্ডিকেটের
কবলের দেশে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com