বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

কবিতা:……ইন্টারভিউ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩২০ জন দেখেছেন

কবিতা:……ইন্টারভিউ
কবি:………লুৎফর রহমান রানা

চাকুরীর খুঁজে গেলাম
ছুটে ঢাকা ব্যস্ত শহরে,
পত্রিকা অফিসে ঢুকে দেখিতে
পেলাম নিয়োগ বিজ্ঞপ্তি রাখা,
তাই দেখে গেলাম তাদের
অফিসের ঠিকানায় সিএনজি
ছড়ে, অফিস যেতেই দেখি দল
বেদে দাঁড়িয়ে আছেন শত কানেক
তরুণ তরুণী ইন্টারভিউয়ের
অপেক্ষায় সময় বাধা,
হঠাৎ ঘড়িতে চোখ বুলাতেই
দেখতে পেলাম দিন চলে গেছে
আধা!
ঘন্টা কানেক পড়ে ভিতর থেকে
এক বাবু এসে দিলো নাম ধরে ডাক,
ভিতরে বসে বস ডাকিতেছেন
ইন্টারভিউ সুন্দর করে দিবা নয়তো
চাকুরীর নামে খাবা বাশ।

গেলাম ছুটে বসের রুমে
বসতে বলিলেন জিএম সাহেব
হলো শুরু ইন্টারভিউ।

প্রথম প্রশ্নই এ রখমটাই
বলিলো এক টেবিলের
এককোনায় বসে থাকা
সুট বুট টাই পড়া কাকা,
সামনে আছে তাহাদের
ধুঁয়া উটা কফির কাপ রাখা।

বাজ পাখিরা পানির নীচে
কেমন করে উড়ে’?
তিমি মাছরা আকাশ পথে
যেমন করে ঘুরে।

সাগর জলে গরু ছাগলে
কেমনে দৌড়ে ছড়ে বেড়ায়,
পানির মাছ ডাঙ্গায় এসে
যেমনে আছাড় খায়!

পুকুর জলে লাউ গাছেতে
কেমন ঝিঙা ধরে?
চৈতী রোদ্দুরে শুখনা মাঠে
যেমন শেওলা পরে।

কোন কারণে ব্যাঙেরা সর্দি
আষাঢ় মাসের জলে?
যেই কারণে বলো শুকনা কালে
থাকে মাটির তলায় ঘুমিয়ে।

প্রশ্ন শোনে বলিলাম
এমন আজব লিখা
কোথাও পড়েনাই
কেহ জীবনে, কোথায় পেলেন
আজব প্রশ্ন স্যার,
যেমন প্রশ্নের তেমন উত্তর
সবাই শুনে অবাক!
ভাইভা বোর্ডে নাম্বার দিল
উল্টা-পাল্টা করে,
মান ইজ্জত গেলো বুঝি
এ বার ফালুদা হয়ে।

চাকুরীর জন্য প্রায় দিতে যাই
ইন্টারভিউ
নাম্বার দেখে রাহাত বলে,
চাকরীটা কি হবে?
জিএম স্যার বলে, আজই নিয়োগ,
বিনা বেতনে তবেই তুমি চাকুরী পাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com