বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

কবিতাঃ….মাধবীলতা

কবিঃ.......এল,রহমান রানা।
  • আপডেট সময় : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ৮১ জন দেখেছেন

কবিতাঃ….মাধবীলতা।
কবিঃ…….এল,রহমান রানা।
তারিখঃ….২৩.০১.২৩

নিশিদিন তুমিহিন একলা মনে
হয়, এলোমেলো জীবনে
তুমি ছাড়া বড্ড নিঃস্ব মনে হয়।

কাল্পনিক তুমি কাব্য লিখো
লিখো কতো না গান!
মলিন মুখে আমার হাসি ফুটে,
মন বোমরা করে গুণ গুণ গান,
তোমার লিখায় আমার মুগ্ধনয়ন
জুড়ায় ওগো প্রাণ!

ভুলে থাকার জন্য নানান বাহানা
যার জন্য তুমি করো!
ভেবেছ কি, তুমি!
শতবার দৈনিক তার প্রেমে পড়ো
বহুবার!

ওগো সন্ধ্যা প্রদীপ জ্বেলেছ ঘরে!
বাহিরে কতোনা আলো!
আকাশ প্রদীপে দিয়েছে চন্দ্র,
ওগো প্রিয়তমা,
মন কেনো তোমার কালো
আলো জ্বালো!

আষাঢ়ে নয়, শ্রাবণে ও নয়!
সকালে নয়, সন্ধ্যা নয় রাত্রি ও নয়!
যুগযুগান্তরে
আমায় নাওনা আপন করে!
ওগো মাধবীলতা বনলতা তুমি
ভালোবাসা দিও, ভালোবাসো মোরে!

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com