শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

একুশ মানে

এল,রহমান রানা
  • আপডেট সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৬ জন দেখেছেন

একুশ মানে

এল,রহমান রানা

একুশ মানে ছোট বোনের

আবদার, একুশ মানে মায়ের

খোলা চিঠি,

একুশ মানে মায়ের মমতায়

আঁকা ছবি, একুশ মানে

আমার মায়ের ছেলে হারানোর

বোবা কাঁন্না, 

একুশ মানে শত শত ভাইয়ের

রক্তের বিনিময়ে 

অর্জিত মাতৃভাষা বাংলা,

একুশ মানে যোদ্ধে যাওয়ার আগে

প্রেমিকার শেষ চিঠি,

একুশ মানে হানাদারদের কাছে

বাঙালি মাথা নতো করিবে না,

একুশ মানে বড় ভাইয়ের

রক্তে রাঙানো 

স্বাধীন ভূমি সৃষ্টি সুখের উল্লাসে

কাঁপা।

একুশ মানে স্বদেশ বাঁচানোর আপ্রাণ

লড়াই, যাহাতে আর কখনই করিতে

পারিবে না পাকিস্তানিরা বড়াই,

একুশ মানে মুক্তি যোদ্ধাদের বুলেটে

খোদাই করা প্রতিটি হানাদারের নাম,

যাহার শক্তিতে চলেছিল মিশিগান। 

একুশ মানে ভোরবেলা লক্ষ মানুষের

শহীদ মিনারে ফুল সাজিয়ে শহিদদের

প্রতি শ্রদ্ধা নিবেদন, একুশ মানে 

চির অমর শত বাঙালি শহীদের 

জন্য হাজারো ভালোবাসা

 হৃদয়ে আঁকা, একুশ মানে রক্তজবা

ফুলের লাল সবুজের কৃত্রিম ভালোবাসা,

একুশ মানে হাজারো মায়ের লাখো

আশা এই বাংলাদেশের জন্য 

তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত 

রক্তে ঘামে মিশা অম্লান ভালোবাসা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com