শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলেন সাংবাদিক সৌমেন মন্ডল

রুস্তম আলী শায়ের , বাগমারা প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৪৯ জন দেখেছেন

রুস্তম আলী শায়ের , বাগমারা প্রতিনিধিঃ

 

রাজশাহীর সাংবাদিক জাতীয় দৈনিক দেশবাংলা’র বাঘা প্রতিনিধি ও ‘সময় সংবাদ.কম’ এর রাজশাহী ব্যাুরো প্রধান সৌমেন মন্ডল উন্নত চিকিংসার জন্য তৃতীয়বারের জন্য ভারতের ভেলর যাত্রা করেছেন আজ।তাই সকল সহকর্মী ও পাঠকদের নিকট আশির্বাদ প্রার্থনা করেছেন সাংবাদিক সৌমেন মন্ডল।

 

২০১৯ সালের ৬ এপ্রিল শনিবার সংবাদ সংগ্রহের কাজে মোটরসাইকেল যোগে রাজশাহীতে যাওয়ার পথে পেছন থেকে একটি বাস তাঁকে ধাক্কা দেয় ফলে মারাত্মক ভাবে আহত হন সৌমেন মন্ডল।

আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে দির্ঘ্য দিন চিকিৎসা নিয়েও তার অবস্থার উন্নতি না হলে রামেক ডাক্তারগন উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরামর্শ দেন।তারপর রবিন্দ্র মেডিকেল,কলকাতা পিয়ারলেস এবং পরে চেন্নাইতে স্যার রামচন্দ্র মেডিকেল এ চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হোন। তারপর সেখান থেকে ভারতের ভেলরের একটি হাসপাতালে দির্ঘ্য এক বছর চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরে আবার কাজে যোগ দেন।কিন্তু ডাক্তার বলেন,নিয়মিত চেকআপ করতে হবে তাকে,তাই তৃতীয় বারের মত চেকআপের জন্য আজ ভারতের উদ্দেশ্য রওনা দিয়েছেন সৌমেন মন্ডল।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com