শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন

উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমকানার ৯ তম সালানা জলসা অনুষ্ঠিত

চট্রগ্রাম জেলা প্রতিনিধি, আহমদ রেজা
  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৮৯ জন দেখেছেন

চট্রগ্রাম জেলা প্রতিনিধি, আহমদ রেজা

চট্রগ্রাম আনোয়ারা ১নং বৈরাগ ইউনিয়ন ২ নং ওয়ার্ডে আল্লামা গাউছিয়া হাশেমীয়া প্রতিষ্ঠান বার্ষিকী আজ।
১০ মার্চ রোজ শুক্রবার জলসা প্রতিষ্ঠানের পরিচালাক জনাব মাওলানা মনিরুল আহমদ আনোয়ারী, সভাপতি জনাব আহমদ হোসেন।
মো মাওলানা নুরুল করিম (সুপার)
সার্বিক ব্যাবস্থাপনায়
প্রধান আর্কষণ ও মেহমান আমন্ত্রিত উদ্বোধক ইউ পি চেয়ারম্যান জনাব নোয়াব আলী ( বিশিষ্ট সমাজ সেবক)
প্রধান অতিথি : আলহাজ্ব আনোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবিন্দুদের অল্প সময়ের ছাত্রদের পড়া লেখার মনোযোগ সহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশা পাশি সকল ইসলামি এলেমন কে প্রসারিত করতে উৎসাহিত করেন।


প্রধান বক্তা : হযরতুল মাওলানা ফরিদুলআলম রেজভী(মু.জি.আ.)
বিশেষ অতিথি: বিশিষ্ট সমাজ সেবক,জনাব জসিম উদ্দিন
বিশেষ অতিথি: বিশিষ্ট সমাজ সেবক, জনাব এইচ.এম আবদুল মন্নান,ইউ পি চেয়ারম্যান,
বিশেষ অতিথি : মাওলানা মুহাম্মদ আবুল হাশেম আনোয়ারী (বরুমছড়া গাউছিয়া মঈনুল উলুম দাখিল মাদ্রাসা আনোয়ারা)
আল্লামা মাওলানা হাফেজ জনাব হেলাল খান আল ক্বাদেরী (খতিব বায়তুস সালাম জামে সমজিদ,শিক্ষক বাংলাদেশ মেরিন একাডেমী উচ্চ বিদ্যালয়।)
আমন্ত্রিত ওলামায়েক্বেরাম ও অতিথিবৃন্দরা। সালানা জলসার প্রতিষ্ঠানের হাফেজ জনাব রিদোয়ান হক সকাল ১১ টায় থেকে হেফজ ও এতিমখানার ছাত্রদের নিয়ে খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত।
বিকাল ৩ টায় হাম নাত ও কোরআন তেলোয়াত মধ্যে দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
সন্ধ্যায় ৬ টা থেকে মাহফিলে প্রধান বক্তা আলহাজ্ব কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী ( গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পরিষদ)
জনাব মাওলানা মুহাম্মদ শরফুদ্দীন হাশেমি ( মু.জি.আ.)সহ পরপর সকল হুজুরা তোকরির পেশ করেন। ওয়াজিনরা কোরআন আলোকে বক্তব্যের মধ্যে মিলাদ শেষে আখেরি মোনাজাত করেন হাশেমীয়া শাহাজাদা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com