বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

আমার দেখা

সাহিত্য সম্পাদক প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

আমার দেখা
ইমদাদুল হক মিলন

আমি এক গরিব মায়ের ছেলে ,
আমি দেখেছি !
উদ্ভিদ কিভাবে মাঠি বেদ করে উপরে আসে।
আমি দেখেছি !মায়ের কষ্ট দেখেছি অনাহারে কাতর শিশুর কান্না ।
আমি দেখেছি ! হাজারো কষ্টের মাঝে মায়ের মুখের হাসি ।
আমি দেখেছি ! শীতে মায়ের কষ্ট
সন্তান কে আগলে রাখার দৃশ্য ,
দেখেছি মাটির বুক চিরে বয়ে যাওয়া নদীর দৃশ্য ।
আমি দেখেছি !
কৃষকের মাথার ঘাম পায়ে পেলা
সোনালী ফসলের আনন্দ।
আমি দেখেছি !
যৌতুক এর টাকা দিতে গিয়ে বাবার নিঃশ্য হওয়ার দৃশ্য,
দেখেছি, শশুর বাড়ীর অত্যাচারে গৃহ বধোর কষ্ট।
আমি দেখেছি!
মা হওয়ার যন্তনা ,
গলা কাটা মুরগীর মতো ছটফট করতে।
আমি দেখেছি!
মায়ের খুলে শিশুর আনন্দ,
দেখেছি, শিশুর নিরাপত্তা।
আমি দেখেছি!
মেয়েরা পিরিয়ড এর যন্তণা সহ করার দৃশ্য,
দেখেছি, তাঁদের বুক পাঁঠার দৃশ্য তবু পাঠে না কো।
সত্যি তোমরা পার বটে,
তোমরা মায়ের জাতি
তাই আমি তোমাদের করি হাজারো সালাম।
আমি দেখেছি,
বাবার হাড় কাটনি পরিশ্রম এর দৃশ্য,
দেখেছি, নিজের আশা না করে
পরিবারের জন্য ঝাঁপিয়ে পড়ার দৃশ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com