বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

আদমদীঘিতে রাজুসহ তার বাহিনীকে গ্রেফতার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন

এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ জন দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপি ভবনে হামলা, অপহরণ, ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা এবং ত্রাস সৃষ্টিকারি রাজু পালোহান ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নেয়ার দাবীতে ভুক্তভোগি ছাতিয়ানগ্রামের মুক্তার হোসেন এবং স্থানীয়রা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে মহিলা মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে রাজু বাহিনী কর্তৃক অপহৃত রাকিবুল হোসেনের বাবা মুক্তার হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপি সদরের বাসিন্দা মোস্তাকিন পালোহানের ছেলে রাজু পালোহান একজন দুর্দান্ত অসৎ যুবক। সে ছাতিয়ানগ্রাম ইউপি ভবনে হামলা মারধর, অপহরণ, ছিনতাই, চুরি মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছে। রাজু পালোহানের নেতৃত্বে তার সহযোগী বাঁধন, রাকিব, মমিন, সাগর, শকিল, এলাহি ও আরবি বাহিনী ছাতিয়ানগ্রাম এলাকায় দিন রাত ত্রাস সৃস্টি করে আসছে। তাদের বিরুদ্ধে কোন কথা বলা হলেই রাজু বাহিনী তার উপড় নানা নির্যাতন করে থাকে। রাজু বাহিনীর বিরুদ্ধে ইউপি ভবনে হামলা, আমার ছেলে রাকিবুল হোসেনকে অপহরণ করে চাঁদা না পেয়ে মারপিটে হত্যার চেষ্টা মামলাসহ একাধিক মামলা আদমদীঘি ও আক্কেলপুর থানায় থাকা সত্বেও গ্রেফতার করা হচ্ছেনা। তিনি বক্তব্যে আরো বলেন, বর্তমানে রাজু বাহীনির ভয়ে নিরাপত্তা পাচ্ছিনা। অনেকেই ভীত হয়ে চলাফেরা করছেন। অবিলম্বে রাজুসহ তার সকল সহযোগীদের গ্রেফতার করে প্রশাসনের নিকট সুবিচার করার আহবান জানান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আশরাফুল সরকার, কালাম মাস্টার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com